![]() |
প্রায় অর্ধ শতাধিক সদস্যরা নিয়মিত আলচনা করছেন সমাজ উন্নয়নের জন্য |
একটি
সুন্দর ও সুখি সমাজ বিনির্মাণের প্রয়োজনে, তরুণ থেকে বৃদ্ধ সকল বয়সের সকল
শ্রেণী পেশার মানুষের মধ্যে সমাজের উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়ে
উদ্বুদ্ধ করার গুরু দায়িত্ব পালন করছে ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠন।
আমাদের এই মাতৃভূমি আজও দারিদ্রতা ও অশিক্ষার রোগে ভয়বহ ভাবে জর্জরিত। এখনও
নানাবিধ কারণে সর্বস্তরে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা স¤ভব হয়নি।
সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুন্ার খরচ না দিতে পারায় পরিবার
তাদের শিশুশ্রমে উদ্বুদ্ধ করছে। যার ফলে তারা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত
হচ্ছে। কিন্তু সমাজের আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসেন তবে
খুব সহজেই উদ্ভুত এই সমস্যা নিরসন করা সম্ভব। সুবিধাবঞ্চিত শিশুদের
প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে আমরা শুরু থেকেই কাজ করে চলেছি। আমরা
বিশ্বাস করি ব্যক্তিপর্যায়ে সমাজ উন্নয়নে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করার
মাধ্যমেই অপরিপূর্ণ উন্নয়ন কার্যক্রমে পরিপূর্ণতা প্রদান করা সম্ভব। তাই
ব্যক্তিপর্যায়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা নানা সময়োপযোগী প্রকল্প হাতে
নিয়েছে। সময়ের সাথে সঙ্গতি রেখেই ঘাসফুল একটি কৌশলগত পরিকল্পনা প্রস্তুত
করেছে- যার আলোকে কাজ করে আমাদের অগ্রযাত্রা আরও বাস্তবমূখী এবং গতিশীল
হচ্ছে।
No comments:
Post a Comment