Tuesday, January 6, 2015

এই ছেলেটি আর বিত্তবান কোনো পরিবারের এক জন ছেলের মধ্যে কি খুব পার্থক্য রয়েছে?

কিন্তু লক্ষ করে দেখবেন এরা সারা জীবন রেল লাইন এর উপর খেলবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, ভালো কোনো যায়গায় পড়তে পারবে না,ভালো জামা পাবেনা। হয়তো শীতে গরম কাপড় ও পাবে না। কিন্তু এটাই কি ওদের জীবন? ওদের মধ্যে কি কোনো প্রতিভা নেই নাকি প্রতিভা বিকশিত করার মতো পরিশ্রম করতে পারবে না?

বিশ্বাস করুন, এদেরও রয়েছে এই বিশ্বকে সাড়া দেয়ার মতো হাজারো প্রতিভা,তারা শুধু একটু সুযোগ চায়। ওদের সেই সুযোগ টা করে দেয়া আমাদের ই উচিত; আমাদের লাভের জন্যই,আমাদের সমাজের জন্যই। ওরা ছাড়া যে আমরা পরিপূর্ণই নই, আমরা যে ওদের নিয়েই,ওদের সাথেই....

No comments:

Post a Comment