![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ9cpInn3CkDgQaYVEOagUFMwn7C02eGrnAJSrjlAai0mAKKWxVmi3me0ey_y9JkvGr_GBvC9RZERieMsLk6ax41N7ApGpmIKtBFWra-h7kqA4K07AyF6DJurszkLNhpP_aSHuMr3n-2g/s1600/Pic+Projectwork.png)
ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের কাছে এই প্রকল্পটি অত্যন্ত গুরত্ব বহন করে। আমরা মনে করি একটি শিক্ষিত সমাজ বিনির্মাণের পূর্ব শর্ত প্রত্যেক শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ নেবার পরও পারিবারিক ও মানসিক কারণে শিশুরা প্রাথমিক শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে। তাই আমরা এগিয়ে যাবার বদলে দিন দিন পিছিয়ে যাচ্ছি।
![]() |
পাক্কা নামের এক শিশুর হাতে খাতা কলম তুলে দেওয়া হচ্ছে |
------------------------------------------------------------------------------------------------
২।
ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনুধাবন করে, প্রান্তিক পর্যায়ের নাগরিকদের পারসোনাল হাইজিন, বাড়ির আশপাশ পরিস্কার রাখা, রোগ বলাই সম্পর্কীয় সচেতনতা, সন্তানের শিক্ষার দায়িত্ব, দূর্নিতী প্রতিরোধে সচেতনতার মত নানা প্রয়োজনীয় বিষয়ে সচেতনতা নেই বললেই চলে। যা অত্যন্ত দুঃখজনক।
![]() |
সচেতন প্রকল্পের মাধ্যমে পারসোনাল হাইজিন গুরুত্ব আলচনা করা হচ্ছে |
১. উঠান বৈঠক।
২. পাক্ষিক সভা।
৩. মাসিক কর্মশালা।
৪. ফেসবুকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
------------------------------------------------------------------------------------------------
সারা বিশ্বে প্রতিবছর ১৪ কোটি ১০ লাখ ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা হয়। অথচ এর মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ। এছাড়া এখনও বিশ্বের অনেক দেশের মানুষের রক্তের প্রয়োজন হলে নির্ভর করতে হয় নিজ পরিবারের সদস্য বা বন্ধুদের রক্তদানের ওপর। অনেক দেশে পেশাদার রক্তদাতারা অর্থের বিনিময়ে রক্তদান করে আসছে। অথচ বিশ্বের নানা দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জানা যায়, নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হল স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান, কারণ এ রক্ত তুলনামূলক নিরাপদ।
![]() |
রক্তদান কর্মসূচি |
এসব বিষয় বিবেচনা করেই ঘাসফুল সামাজিক উন্ন্য়ন সংগঠন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রকল্প হাতে নেয়। Ghasful Blood Donate Project (ঘাসফুল রক্তদান প্রকল্প) GBDP এর মাধ্যমে বর্তমান কর্মএলাকায় সেচ্ছায় রক্তদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ঘাসফুল সামাজিক উন্ন্য়ন সংগঠনের আগ্রহী সদস্যরা নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে এ প্রকল্পে অংশগ্রহণ করতে পারছেন।
------------------------------------------------------------------------------------------------
ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠন ‘‘সঞ্চয়” পকল্প শুরু করে, কিছু মৌলিক বিষয় বিবেচনা করে। জীবনের নানা প্রতিকুল সময়ে আমাদের আর্থিক সমস্যার সমাধান দেয় আমাদেরই তিল তিল করে জমানো অর্থ। সঞ্চয় প্রকল্পের মাধ্যমে আগ্রহী সদস্যগণ নির্ধারিত মেয়াদে ও নির্দিষ্ট পরিমাণের অর্থ সঞ্চয় করতে পারছেন। নিরাপদ ও সহজ ব্যাবস্থা ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের ‘‘সঞ্চয়” পকল্পের প্রধান বৈশিষ্ট।
ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠন ‘‘সঞ্চয়” প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে অসচ্ছল সদস্যদের সহযোগীতা করছে। সদস্যগণ নির্ধরিত ফরম পূরণের মাধ্যমে সদস্য হয়ে মাসিক বা সাপ্তাহিক ভাবে অর্থ সঞ্চয় করতে পারেন। তারা আর্থিক সংকটে পরলে সহজ পদ্ধতিতে সুদবিহীন ঋণ গ্রহন করতে পারছেন (এঝঊউচ প্রকল্পের মাধ্যমে)। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে সদস্যদের সঞ্চিত অর্থ কাজে লাগিয়ে অসহায় হতদরিদ্র মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখা সম্ভব হচ্ছে।
------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment