Tuesday, January 6, 2015



প্রায় অর্ধ শতাধিক সদস্যরা নিয়মিত আলচনা করছেন সমাজ উন্নয়নের জন্য
একটি সুন্দর ও সুখি সমাজ বিনির্মাণের প্রয়োজনে, তরুণ থেকে বৃদ্ধ সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সমাজের উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়ে উদ্বুদ্ধ করার গুরু দায়িত্ব পালন করছে ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠন। আমাদের এই মাতৃভূমি আজও দারিদ্রতা ও অশিক্ষার রোগে ভয়বহ ভাবে জর্জরিত। এখনও নানাবিধ কারণে সর্বস্তরে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা স¤ভব হয়নি। সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুন্ার খরচ না দিতে পারায় পরিবার তাদের শিশুশ্রমে উদ্বুদ্ধ করছে। যার ফলে তারা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সমাজের আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসেন তবে খুব সহজেই উদ্ভুত এই সমস্যা নিরসন করা সম্ভব। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে আমরা শুরু থেকেই কাজ করে চলেছি। আমরা বিশ্বাস করি ব্যক্তিপর্যায়ে সমাজ উন্নয়নে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করার মাধ্যমেই অপরিপূর্ণ উন্নয়ন কার্যক্রমে পরিপূর্ণতা প্রদান করা সম্ভব। তাই ব্যক্তিপর্যায়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা নানা সময়োপযোগী প্রকল্প হাতে নিয়েছে। সময়ের সাথে সঙ্গতি রেখেই ঘাসফুল একটি কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করেছে- যার আলোকে কাজ করে আমাদের অগ্রযাত্রা আরও বাস্তবমূখী এবং গতিশীল হচ্ছে।



শিশু অটো মোবাইল শ্রমিক
পৃথিবীতে এখনো আপনার মতই হাজার হাজার মানুষ রয়েছে যারা সবাই নিজ নিজ দেশের জন্য কিছু করতে চায়। দেশের মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু তারা অনেকেই কিছু বুঝতে পারছে না ,তারা যেটা চাইছে সেটা কিভাবে করবে? কোন পথে হাটলে তারা সেটা করতে পারবে?
আমি আপনাকেই প্রশ্ন করতে চাই," আপনি কি চান না,আপনার জন্মভূমির জন্য কিছু করতে? আপনার সমাজের জন্য কিছু করতে?"


আমরা সবাই চাই। আর তাইতো আমরা সবাই একত্র হচ্ছি, ঘাসফুল এর ব্যানারে। আমরা সবাই মিলে খুঁজে বের করবো আমাদের রাস্তা গুলো। গড়বো আমাদের সমাজ। স্বপ্নে দেখা সেই সমাজের আদলে। আসুন আমরা একতাবদ্ধ হই। একসাথে গর্জে উঠি। আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আমাদের চিন্তাধারা, বদলে দিতে পারে আমাদের সমাজ। নিজ হাতে নিজের মনের মত সমৃদ্ধ করে গড়ে নিই আমাদের সমাজ। আমাদের পৃথিবী



ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের সদস্য হতে পারেন ৩ টি পদ্ধতি অনুসরন করে

ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের সদস্য হতে পারেন ৩ টি পদ্ধতি অনুসরন করে, যথা-
(১) সরাসরি গ্রুপ কো-অরডিনেটরের সঙ্গে আলচনা করে, ফরম পুরনের মাধ্যমে।
(২) এস এম এসের মাধ্যমে।
(৩) ফেসবুকে ম্যাসেজের মাধ্যমে।
 
(১) সরাসরি গ্রুপ কো-অরডিনেটরের সঙ্গে আলচনা করে, ফরম পুরনের জন্য ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠনের নির্ধারিত ফরম সংগ্রহ করার পর পূরণ করে উক্ত গ্রুপ কো-অরডিনেটরের কাছে জমা দিতে হবে। ফরমের সকল অংশ ভালো ভাবে পড়ে সক্ষর করতে হবে। গ্রুপ কো-অরডিনেটর প্রধান সমন্বয়কারীর নিকট আপনার ফরম জমা দেবার ৪৮ ঘন্টার পর একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও গ্রুপের নাম জানিয়ে দেওয়া হবে।
(২) এস এম এসের মাধ্যমে সদস্য হবার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ (বার্তা) অপশন থেকে লিখুন Reg <স্পেস> আপনার নাম, <স্পেস> আপনার পেশা, <স্পেস> আপনার বয়স, <স্পেস> আপনার বর্তমান ঠিকানা, <স্পেস> আপনার স্থায়ী ঠিকানা, <স্পেস> আপনার ইমেইল আড্রেস, <স্পেস> আপনার ফেসবুক উ আর এল, (যদি থাকে) <স্পেস> মসিক চাঁদা প্রদানের পরিমাণ. লিখে পাঠিয়ে দিন +8801756263686 নম্বরে। আপনার এস এম এস পাঠাবার ৭২ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও গ্রুপের নাম জানিয়ে দেওয়া হবে।
*উদাহারণঃ Reg MD Kamal Uddin, Student, 21, Rajshahi, Natore, Kamal1234@gmail.com, Facebook.com/kamal1234, 250 tk.
(৩) ফেসবুকে ম্যাসেজের মাধ্যমে সদস্য হতে; আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করার পর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/gsus2014 তে ম্যাসেজ করুন। ম্যাসেজে লিখুন Reg <স্পেস> আপনার নাম, <স্পেস> আপনার পেশা, <স্পেস> আপনার বয়স,<স্পেস> আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বর, <স্পেস> আপনার বর্তমান ঠিকানা, <স্পেস> আপনার স্থায়ী ঠিকানা, <স্পেস> আপনার ইমেইল আড্রেস, <স্পেস> আপনার ফেসবুক উ আর এল, (যদি থাকে) <স্পেস> মসিক চাঁদা প্রদানের পরিমাণ. লিখে পাঠিয়ে দিন +8801756263686 নম্বরে। আপনার এস এম এস পাঠাবার ৭২ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও গ্রুপের নাম জানিয়ে দেওয়া হবে।
*উদাহারণঃ Reg MD Kamal Uddin, Student, 21, 01700000000, Rajshahi, Natore, Kamal1234@gmail.com, Facebook.com/kamal1234, 250 tk.

ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠনের সদস্য হবার বিষয়ে যেকোন তথ্য জানার জন্য ইমেইল করুন info.gsus2014@gmail.com এ, ফেসবুক পেজে ম্যাসেজ করতে www.facebook.com/gsus2014

এই ছেলেটি আর বিত্তবান কোনো পরিবারের এক জন ছেলের মধ্যে কি খুব পার্থক্য রয়েছে?

কিন্তু লক্ষ করে দেখবেন এরা সারা জীবন রেল লাইন এর উপর খেলবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, ভালো কোনো যায়গায় পড়তে পারবে না,ভালো জামা পাবেনা। হয়তো শীতে গরম কাপড় ও পাবে না। কিন্তু এটাই কি ওদের জীবন? ওদের মধ্যে কি কোনো প্রতিভা নেই নাকি প্রতিভা বিকশিত করার মতো পরিশ্রম করতে পারবে না?

বিশ্বাস করুন, এদেরও রয়েছে এই বিশ্বকে সাড়া দেয়ার মতো হাজারো প্রতিভা,তারা শুধু একটু সুযোগ চায়। ওদের সেই সুযোগ টা করে দেয়া আমাদের ই উচিত; আমাদের লাভের জন্যই,আমাদের সমাজের জন্যই। ওরা ছাড়া যে আমরা পরিপূর্ণই নই, আমরা যে ওদের নিয়েই,ওদের সাথেই....