পৃথিবীতে
এখনো আপনার মতই হাজার হাজার মানুষ রয়েছেন যারা সবাই নিজ নিজ দেশের জন্য
কিছু করতে চায়। দেশের মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু তারা অনেকেই বুঝতে পারছেন না ,তারা যেটা চাইছেন সেটা কিভাবে করবেন? কোন পথে হাটলে তারা
সেটা করতে পারবেন?
আমি আপনাকেই প্রশ্ন করতে চাই," আপনি কি চান না,আপনার জন্মভূমির জন্য কিছু করতে? আপনার সমাজের জন্য কিছু করতে?"
আমি আপনাকেই প্রশ্ন করতে চাই," আপনি কি চান না,আপনার জন্মভূমির জন্য কিছু করতে? আপনার সমাজের জন্য কিছু করতে?"
আমি জানি উত্তরটি, কারণ আমরা সবাই চাই। আর তাইতো আমরা সবাই একত্র হচ্ছি, ঘাসফুল এর
ব্যানারে। আমরা সবাই মিলে খুঁজে বের করবো আমাদের রাস্তা গুলো। গড়বো আমাদের
সমাজ। স্বপ্নে দেখা সেই সমাজের আদলে। আসুন আমরা একতাবদ্ধ হই। একসাথে গর্জে
উঠি। আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত
বদলে দিতে পারে আমাদের চিন্তাধারা, বদলে দিতে পারে আমাদের সমাজ। নিজ হাতে
নিজের মনের মত সমৃদ্ধ করে গড়ে নিই আমাদের সমাজ। আমাদের পৃথিবী।
ফরম টি ডাউনলোড করা হলে তা পূরণ করে পাঠিয়ে দিন আমাদের ইমেইলের মাধ্যমে।
ইমেইল পাঠাবার ঠিকানাঃ info.gsus2014@gmail.com
সদস্য আবেদন ফরম পূরণের জন্য সহযোগিতা প্রয়োজন হলে নিচের ধাপ সমূহ অনুসরন করুনঃ
১। সদস্য আবেদন ফরমটি একটি পিডিএফ ফাইল তাই এটি দেখা বা এডিট করার জন্য আপনার adobe reader সফটওয়্যার প্রয়োজন। আপনার সংগ্রহে সফটওয়্যার টি না থাকলে কোন পরিচিত ব্যক্তি প্রতিষ্ঠান বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন।
২। সদস্য ফরমটি ওপেন করুন। ছবিতে হলুদ গোল সংকেত চিহ্নিত অপসনের মত হাতের ডান পাশে Enable Editing অপশন পাবেন। এই অপশনটিতে ক্লিক করুন।
৩। Enable Editing অপশনে ক্লিক করার ফলে একটি ডাইলগ বক্স দেখতে পাবেন। ডাইলগ বক্সটির নিচে ok এবং cancel অপশন আছে। ওকে অপশনটি নির্বাচন করুন।
৪। এরপর উপরের টুলবার থেকে sign, add text or send a document for singnature অপশনে ক্লিক করুন।
৫। sign, add text or send a document for singnature অপশনে ক্লিক করলে ডান পাশে একটি fill or sign tool নামের টুল আসবে। এই টুলের add text অপশনে ক্লিক করুন।
৬। Add text অপশনে ক্লিক করার ফলে ছবিতে হলুদ রঙের বাক্সের মাধ্যমে যে ডাইলগ বক্সটি দেখানো হয়েছে এমন একটি ডাইলোগবোক্স দেখতে পাবেন। এবার যেখানে লিখতে চান সেখানে কারসর রাখুন। উক্ত বক্স থেকে, অভ্র ব্যবহার করলে kalpurush ফ্রন্ট সিলেক্ট করে দিন। অথবা বিজয় ব্যবহার করলে sutonnyMJ ফ্রন্ট টি নির্বাচন করুন। এবং আপনার নাম লিখুন। (যেমন ছবিতে আব্দুল মালেক নামটি লেখা হয়েছে)
৭। এ ভাবে সকল যায়গা পূরণ করুন। ফরমের কিছু টিক চিহ্ন দেবার মত বক্স দেখবেন। যেমন,
৮। এই বক্স গুলতে টিক চিহ্ন দেবার জন্য দান দিকের টুল বার থেকে Add cheakmark অপশন টি নির্বাচন করুন। দেখবেন আপনার মাউস পয়েন্টার টি টিক চিহ্নে পরিনত হয়েছে। আপনি যেই ঘরে টিক দিতে চান সেখানে একটি ক্লিক করুন।
৯। স্বাক্ষর ও তারিখ ঘরে স্বাক্ষর ও তারিখ দেবার জন্য ডান পাশের টুলবার থেকে place signature অপশন টি এক্সপ্লোর করুন। সেখান থেকে change saved signature অপশনে ক্লিক করুন।
১০। উক্ত টুলে ক্লিক করার সাথে সাথে একটি ডাইলোগ বক্স আসবে যাতে কিছু অপশন থাকবে, এর মধ্যে থেকে draw my signature নির্বাচন করুন এবং অপনার সিগনেচার (তারিখ সহ) আঁকুন।
১১। এর পর সঠিক যায়গায় আপনার সিগনেচার স্থাপন করুন।
১২। এর পর file অপশন থেকে save করুন। এবং পাঠিয়ে দিন আমাদের info.gsus2014@gmail.com ঠিকানায়।
* আপনি চাইলে আগে থেকে আপনার সিগনেচার স্কান করা থাকলে বা ছবি আকারে থাকরে এই নিয়মে আটাচ করুন।
No comments:
Post a Comment