পৃথিবীতে
এখনো আপনার মতই হাজার হাজার মানুষ রয়েছে যারা সবাই নিজ নিজ দেশের জন্য
কিছু করতে চায়। দেশের মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু তারা অনেকেই
বুঝতে পারছেন না ,তারা যেটা করতে চাইছেন সেটা কিভাবে করবেন? কোন পথে হাটলে তারা
সেটি করতে পারবেন?
আমি আপনাকেই প্রশ্ন করতে চাই," আপনি কি চান না,আপনার জন্মভূমির জন্য কিছু করতে? আপনার সমাজের জন্য কিছু করতে?"
আমি জানি উত্তরটি কারণ, আমরা সবাই চাই। আর ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠন চেষ্টা করছে আপনাদের, দেশ তথা সমাজের জন্য কিছু করার সেই ইচ্ছাটাকেই বাস্তবায়ন করার।
আমি জানি উত্তরটি কারণ, আমরা সবাই চাই। আর ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠন চেষ্টা করছে আপনাদের, দেশ তথা সমাজের জন্য কিছু করার সেই ইচ্ছাটাকেই বাস্তবায়ন করার।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMuEjAYx10s__kEbv_eT3_P3BgMcFoIGunabWZaRQYRe848hC5fI9DhqO224sENQ2VIAyBFPym9GLWdrhyphenhyphenzWr804tmOB8aL05QbC5u3s-aY8FM0k0d9-uIxOPSKu98GwO9IMp49_0L4Mbl/s1600/c046f2d255a23770e3c30c18f1dd917e.jpg)
কিন্তু দুঃখের বিষয় এই যে শুধু মাত্র সদস্যদের চাঁদার মাধ্যমে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা বেশ দুস্কর এবং অসাধ্য সাধনের মত কাজ। তাই আমাদের বিভিন্ন সময় ডোনেশনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে করে আমাদের সকল প্রকল্প সমুহের কাজের গতি কখনো কমে যাচ্ছে আবার কখনো প্রায় থেমে যাবার দশা হচ্ছে। তাই আমাদের উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত রাখার জন্য সকলের সহযোগিতামূলক মনোভাব ও আর্থিক সহায়তার ভীষণ প্রয়োজন।
আমাদের ইমেইল করুন info.gsus2014@gmail.com এই ঠিকানায়।
আমাদের ফেইসবুক পাতায় ম্যাসেজ দিন, আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/gsus2014
আমাদের এস এম এস ও ফোন করে জানান, নম্বর +8801756263686 (প্রধান সমন্বয়কারী)।
ডোনেশন বিষয়ে আমাদের এই বক্সে কমেন্ট করে জানান (দয়াকরে আপনার নাম ঠিকানা, মোবাইল নম্বর/ইমেইল ঠিকানা লিখতে ভুলঅবেন না )
HTML Comment Box is loading comments...
No comments:
Post a Comment