শিশু অটো মোবাইল শ্রমিক |
আমি আপনাকেই প্রশ্ন করতে চাই," আপনি কি চান না,আপনার জন্মভূমির জন্য কিছু করতে? আপনার সমাজের জন্য কিছু করতে?"
আমরা সবাই চাই। আর তাইতো আমরা সবাই একত্র হচ্ছি, ঘাসফুল এর ব্যানারে। আমরা সবাই মিলে খুঁজে বের করবো আমাদের রাস্তা গুলো। গড়বো আমাদের সমাজ। স্বপ্নে দেখা সেই সমাজের আদলে। আসুন আমরা একতাবদ্ধ হই। একসাথে গর্জে উঠি। আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আমাদের চিন্তাধারা, বদলে দিতে পারে আমাদের সমাজ। নিজ হাতে নিজের মনের মত সমৃদ্ধ করে গড়ে নিই আমাদের সমাজ। আমাদের পৃথিবী
No comments:
Post a Comment