Tuesday, January 6, 2015

ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের সদস্য হতে পারেন ৩ টি পদ্ধতি অনুসরন করে

ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ঘাসফুল সামাজিক উন্নয়ন সংগঠনের সদস্য হতে পারেন ৩ টি পদ্ধতি অনুসরন করে, যথা-
(১) সরাসরি গ্রুপ কো-অরডিনেটরের সঙ্গে আলচনা করে, ফরম পুরনের মাধ্যমে।
(২) এস এম এসের মাধ্যমে।
(৩) ফেসবুকে ম্যাসেজের মাধ্যমে।
 
(১) সরাসরি গ্রুপ কো-অরডিনেটরের সঙ্গে আলচনা করে, ফরম পুরনের জন্য ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠনের নির্ধারিত ফরম সংগ্রহ করার পর পূরণ করে উক্ত গ্রুপ কো-অরডিনেটরের কাছে জমা দিতে হবে। ফরমের সকল অংশ ভালো ভাবে পড়ে সক্ষর করতে হবে। গ্রুপ কো-অরডিনেটর প্রধান সমন্বয়কারীর নিকট আপনার ফরম জমা দেবার ৪৮ ঘন্টার পর একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও গ্রুপের নাম জানিয়ে দেওয়া হবে।
(২) এস এম এসের মাধ্যমে সদস্য হবার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ (বার্তা) অপশন থেকে লিখুন Reg <স্পেস> আপনার নাম, <স্পেস> আপনার পেশা, <স্পেস> আপনার বয়স, <স্পেস> আপনার বর্তমান ঠিকানা, <স্পেস> আপনার স্থায়ী ঠিকানা, <স্পেস> আপনার ইমেইল আড্রেস, <স্পেস> আপনার ফেসবুক উ আর এল, (যদি থাকে) <স্পেস> মসিক চাঁদা প্রদানের পরিমাণ. লিখে পাঠিয়ে দিন +8801756263686 নম্বরে। আপনার এস এম এস পাঠাবার ৭২ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও গ্রুপের নাম জানিয়ে দেওয়া হবে।
*উদাহারণঃ Reg MD Kamal Uddin, Student, 21, Rajshahi, Natore, Kamal1234@gmail.com, Facebook.com/kamal1234, 250 tk.
(৩) ফেসবুকে ম্যাসেজের মাধ্যমে সদস্য হতে; আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করার পর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/gsus2014 তে ম্যাসেজ করুন। ম্যাসেজে লিখুন Reg <স্পেস> আপনার নাম, <স্পেস> আপনার পেশা, <স্পেস> আপনার বয়স,<স্পেস> আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বর, <স্পেস> আপনার বর্তমান ঠিকানা, <স্পেস> আপনার স্থায়ী ঠিকানা, <স্পেস> আপনার ইমেইল আড্রেস, <স্পেস> আপনার ফেসবুক উ আর এল, (যদি থাকে) <স্পেস> মসিক চাঁদা প্রদানের পরিমাণ. লিখে পাঠিয়ে দিন +8801756263686 নম্বরে। আপনার এস এম এস পাঠাবার ৭২ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও গ্রুপের নাম জানিয়ে দেওয়া হবে।
*উদাহারণঃ Reg MD Kamal Uddin, Student, 21, 01700000000, Rajshahi, Natore, Kamal1234@gmail.com, Facebook.com/kamal1234, 250 tk.

ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠনের সদস্য হবার বিষয়ে যেকোন তথ্য জানার জন্য ইমেইল করুন info.gsus2014@gmail.com এ, ফেসবুক পেজে ম্যাসেজ করতে www.facebook.com/gsus2014

No comments:

Post a Comment