আমরা
যে কোনো কাজ সব সময় অপরের উপরের চাপানোর চেষ্টা করি, সবসময় ভাবি এটা ওরা
করবে, এটা তো ওর দ্বায়িত্ব আমি কেন করবো, ওটার জন্য তো আলাদা আলাদা লোক
নিয়োগ আছে, আমি কেন করবো? এই প্রশ্নের উত্তর গুলো আমাদের জানা নেই আর
চেষ্টা ও করি না উত্তর বের করার। কেউ একজন তার দ্বায়িত্বের অবহেলা করলে আমরা কিছুই বলি না, সমাজের সংকটে আমরা পাশে থাকি না। সব সময় ভাবি এটা অন্য কেউ করবে।
আচ্ছা,এই অন্য কেউ টা কে? কলেজের টিচার, হাসপাতালের ডাক্তার , এলাকারমেম্বার, মাঠের শ্রমিক? কে? কে এই অন্য কেউ?
উত্তর একটাই, কেউ না। এই অন্য কেউ বলতে কেউ নেই। কিন্তু আপনি যদি শুধু আপনার অবস্থান থেকে সমাজকে বদলে দেয়ার জন্য ডাক তোলেন, হাত তোলেন দেখবেন আপনার পিছনে হাজার হাজার অন্য কেউ এসে হাজির হবে, আপনার এই যাত্রা পথের সাথি হতে। বদলে যাবে আপনার সমাজ, আমাদের আবাস ভূমি। এগিয়ে যাবে আমাদের দেশ ।
প্রশ্ন হচ্ছে তো আমি এবার স্বার্থপরের মত আমাদের দেশ বললাম কেন? কেননা, একটা ভালো কাজের ভাগীদার সবাই হতে চাই। আপনার এই অন্য কেউ এর সাথে আমি ও থাকতে চাই।
তাই আসুন এগিয়ে যাই সবাই মিলে, আসুন গরজে উঠি, আসুন বদলে দিই। আমাদের সমাজকে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর সমাজ বানায়। আমার বিশ্বাস আপনাকে দিয়েই সম্ভব, বদলে দেওয়া এই আবাসভূমি।
আচ্ছা,এই অন্য কেউ টা কে? কলেজের টিচার, হাসপাতালের ডাক্তার , এলাকারমেম্বার, মাঠের শ্রমিক? কে? কে এই অন্য কেউ?
উত্তর একটাই, কেউ না। এই অন্য কেউ বলতে কেউ নেই। কিন্তু আপনি যদি শুধু আপনার অবস্থান থেকে সমাজকে বদলে দেয়ার জন্য ডাক তোলেন, হাত তোলেন দেখবেন আপনার পিছনে হাজার হাজার অন্য কেউ এসে হাজির হবে, আপনার এই যাত্রা পথের সাথি হতে। বদলে যাবে আপনার সমাজ, আমাদের আবাস ভূমি। এগিয়ে যাবে আমাদের দেশ ।
প্রশ্ন হচ্ছে তো আমি এবার স্বার্থপরের মত আমাদের দেশ বললাম কেন? কেননা, একটা ভালো কাজের ভাগীদার সবাই হতে চাই। আপনার এই অন্য কেউ এর সাথে আমি ও থাকতে চাই।
তাই আসুন এগিয়ে যাই সবাই মিলে, আসুন গরজে উঠি, আসুন বদলে দিই। আমাদের সমাজকে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর সমাজ বানায়। আমার বিশ্বাস আপনাকে দিয়েই সম্ভব, বদলে দেওয়া এই আবাসভূমি।
লিখেছেন,
আল নাজুম
প্রধান সমন্বয়কারী
ঘাসফুল সামজিক উন্নয়ন সংগঠন।
Borgata Hotel Casino & Spa
ReplyDeleteBorgata Hotel Casino & Spa, Atlantic 성남 출장샵 City - 2021 Hotel Review, Photos, 문경 출장마사지 Rates. 제천 출장마사지 It has the 남원 출장안마 standard amenities like a restaurant, a 24-hour reception, 경주 출장안마 a 24-hour fitness center,